এক নজরে

সাত সকালে বাড়ি থেকে ঠেলে অর্ণব গোস্বামীকে ভ্যানে তুললো পুলিশ

By admin

November 04, 2020

কলকাতা ব্যুরো: এক ফ্যাশন ডিজাইনারের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রিপাবলিক টিভির মালিক অর্ণব গোস্বামীকে আটক করল মুম্বাই পুলিশ। বুধবার সকালে প্রায় চল্লিশ- পঞ্চাশ জনের পুলিশের একটি দল মুম্বাইয় অর্নবের বাড়িতে যায়। তাকে সেখান থেকেই তুলে নিয়ে গিয়ে একটি পুলিশ ভ্যানে তোলা হয়। পুলিশ জানিয়েছে, অর্ণব গোস্বামীকে আটক করা হয়েছে। যদিও রিপাবলিক টিভির দাবি, পুলিশ গ্রেপ্তার করেছে অর্ণবকে।এদিন সকালে রিপাবলিক টিভির তরফে একটি ভিডিও ফুটেজ টুইট করা হয়েছে। ৮ টা ৪২ মিনিটে। তাতে দেখা যাচ্ছে অর্নবের ঘরের মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মী রয়েছেন। তারা তাকে তাদের সঙ্গে যাওয়ার জন্য জোড়া জুড়ি করছেন। কিছুক্ষণ পরে প্রায় ঠেলে তাকে নিয়ে গিয়ে পুলিশ গাড়িতে তোলে।

রিপাবলিক টিভির দাবি, আটটি ভ্যানে করে ৪০ থেকে ৫০ জন পুলিশ কর্মী তার বাড়ি যায়। ঘরে ঢুকে গিয়েছিল ১০ জন পুলিশ। সেই সময় তার বাড়িতে ঢোকার চেষ্টা করেন রিপাবলিক টিভি এডিটর নিরঞ্জন নারায়ণস্বামী এবং সিরিয়ার এডিটর সঞ্জয় পাঠক। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ রিপাবলিকের। ২০১৮ সালে এক ফ্যাশন ডিজাইনার আত্মহত্যার প্ররোচনার অভিযোগের মামলায় এদিন পুলিশ তার বাড়িতে যায় বলে অভিযোগ। মঙ্গলবা রই মুম্বাই পুলিশের কমিশনার পরম বীর সিং অভিযোগ করেছেন, অর্ণব গোস্বামী হাওলা অপারেটর।অন্যদিকে অর্নবের সঙ্গে মুম্বাই পুলিশের এখন আইনি দড়ি টানাটানি চলছে, পালঘর সাধু হত্যা, সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু এবং রিপাবলিক টিভি টিআরপি কেলেঙ্কারির অভিযোগ নিয়ে।