এক নজরে

টিআরপি গোনা বন্ধ রাখায় বার্কের বিরুদ্ধে ক্ষোভ চ্যানেল সংগঠনের নেতা অর্ণব গোস্বামীর

By admin

October 17, 2020

কলকাতা ব্যুরো: রিপাবলিক টিভি সহ তিনটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে টিআরপি কেলেঙ্কারি সামনে আশায় বার্ক বা ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল সাময়িকভাবে টিআরপি গণনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে চ্যানেল মালিকদের দুটি সংগঠনের মধ্যে। একটি সংগঠনের মাথায় রয়েছেন স্বয়ং অর্ণব গোস্বামী। তার রিপাবলিক টিভি এক্ষেত্রে টিআরপি কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত। এই সিদ্ধান্তকে তার সংগঠন আপত্তিজনক বলে প্রতিক্রিয়া দিয়েছে। অন্যদিকে অপর একটি চ্যানেল সংগঠনের মাথায় রয়েছেন ইন্ডিয়া টিভির রজত শর্মা। তিনি অবশ্য মনে করছেন, বার্ক সঠিক পদক্ষেপ করেছে। বার্কের সিদ্ধান্ত অনুযায়ী এমন একটা অভিযোগ ওঠায় আগামী আট থেকে ১২ সপ্তাহ রেটিং করা বন্ধ রাখা হচ্ছে। এই সময়ের মধ্যে আরো ভালো করে সবকিছু খতিয়ে দেখা হবে।

অর্ণব শুধু একটি নিউজ চ্যানেল মালিক এবং প্রধান মুখ নন, নন তিনি আবার বেশকিছু চ্যানেলকে নিয়ে তৈরি একটি সংগঠনের মাথাও। রিপাবলিক টিভি অর্ণব গোস্বামী নিউজ ব্রডকাস্টার ফেডারেশন নামে চ্যানেল সংগঠনের হোতা অর্ণব। তার এই সংগঠনে রয়েছে মূলত আঞ্চলিক চ্যানেলগুলি। আবার অন্যদিকে ইন্ডিয়া টিভির রজত শর্মা তিনি নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন নামে অন্য একটি চ্যানেল সংগঠনের মাথা। রজত শর্মার সংগঠন রয়েছে ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টিভির মতো সংগঠন।

অর্ণব গোস্বামীর সংগঠনের তরফ এ বার্কের এই সিদ্ধান্তকে তীব্র আপত্তিজনক বলে প্রতিক্রিয়া জানানো হয়েছে। যদিও বার্ক এর তরফ এ জানানো হয়েছে, পরিস্থিতির কারণেই আপাতত সাময়িকভাবে টিআরপি গণনা বন্ধ রাখা হচ্ছে।