কলকাতা ব্যুরো: চাপের মুখে রিপাবলিক টিভির মালিক অর্ণব গোস্বামী। রিপাবলিক টিভির বিরুদ্ধে ওঠা টিআরপি কেলেঙ্কারি মামলায় সংস্থার এক কর্তাকে গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশ। রিপাবলিক টিভি সম্প্রচার অধিকর্তা ঘনশ্যাম সিংকে পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার করেছে। যদিও রিপাবলিক টিভি দাবি, ঘনশ্যাম সিংকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। এর আগে এই মামলায় ওই টিভির একাধিক শীর্ষ আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলেও, রিপাবলিক এর ক্ষেত্রে এই অভিযোগে প্রথম গ্রেপ্তারের রাস্তায় হাটলো মুম্বাই পুলিশ। যদিও টিআরপি কেলেঙ্কারি তে এর আগে অন্য দুটি স্থানীয় চ্যানেলের চারজনকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ।
২০১৮ সালে ইন্টেরিয়ার ডিজাইনার অনভি নায়েকের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার হয়েছেন অর্ণব গোস্বামী। এদিকে বোম্বে হাইকোর্ট সোমবার অর্ণব গোস্বামীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। আদালত অভিযুক্তকে নিম্ন আদালতের কাছে আবেদন করার পরামর্শ দেয়। যদিও সেই পথে না হেঁটে মঙ্গলবার সরাসরি মুম্বাই হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন অর্ণব গোস্বামী।
৪ নভেম্বর অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করার পরে তাকে প্রথমে একটি স্কুলে তৈরি হওয়া অস্থায়ী জেলে কোয়ারান্টিনে রেখেছিল পুলিশ। কিন্তু গত রবিবার তাকে সেখান থেকে সরিয়ে নবী মুম্বাইয়ের জেলে পাঠানো হয়। পুলিশের অভিযোগ, ওই স্কুলে জেলবন্দি থাকাকালীন অর্ণব অন্যের মোবাইল ব্যবহার করে কথাবার্তা বলছিলেন। এমনকি সোশ্যাল মিডিয়াতে তিনি যুক্ত ছিলেন। এ ব্যাপারে জেল সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।