কলকাতা ব্যুরো: ইন্টেরিয়ার ডিজাইনার অনভি নায়েকের ২০১৮ সালে আত্মহত্যার পর এ বছর মে মাস পর্যন্ত তার মৃত্যুর তদন্ত এগোয়নি। এ বছর ৫ মে নায়েকের স্ত্রী অভিযোগ করেন পুলিশে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা দু বছরেও নেওয়া হয়নি। তার স্বামীকে দিয়ে রিপাবলিক টিভির স্টুডিও সাজানোর কাজ করিয়ে নিয়েছিলেন অর্ণব গোস্বামী সহ আরো কয়েকজন। কিন্তু তারপরে শর্ত অনুযায়ী প্রাপ্য বকেয়া টাকা আর দেওয়া হয়নি ওই ব্যক্তিকে। আর নেভি নায়েক এবং তাঁর মা আর্থিক সংকটে একসময় আত্মহত্যা করেন।
২০১৮ সালের ৫ মে সেই ঘটনার কথা এ বছর ওই একইদিনে ভিডিও বিবৃতি দিয়ে ফের সামনে আনেন তার স্ত্রী। তার অভিযোগ, তিনি দুই বছর আগেই এফআইআর করলোও এমনকি স্বামীর সুইসাইড-নোট দেওয়া হলেও, তাতে কোনো গুরুত্বই দেওয়া হয়নি । পুলিশ আজ সকালে দু’বছর আগের সেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ অর্ণব গোস্বামী সহ তিন জনকে গ্রেপ্তারের পর এখন সেই ইন্টেরিয়ার ডিজাইনার এর স্ত্রীর সেই বিচার চেয়ে দেওয়া ভিডিও বার্তা ঘুরছে বিভিন্ন জায়গায়।
এদিন সকালে বাড়ি থেকেই অর্ণব গোস্বামীকে গ্রেপ্তারের পর মুম্বাই থেকে তাকে নিয়ে যাওয়া হয় রায় গড়ে। সেখানেই আত্মহত্যার ঘটনা ঘটেছিল। ওই থানাতেই অভিযোগ জানানো হয়েছিল গোটা ঘটনায়।
নায়েকের স্ত্রীর অভিযোগের পর একটা বিষয়ে প্রশ্ন উঠেছে তা হল, দু’বছর ধরে যে মামলায় তদন্ত এগোয়নি, হঠাৎ করে মে মাসের পর সেই মামলা খুঁড়ে তুলল কেন পুলিশ। এবছর লকডাউনের পর থেকেই প্রথমে পালঘর সাধু হত্যা এবং ১৩ জুন সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকেই অর্ণব গোস্বামীর সঙ্গে মুম্বাই পুলিশ ও মহারাষ্ট্র সরকারের বিরোধ প্রকাশ্যে আসছিল। ইতিমধ্যেই ওই দুটি ঘটনার সঙ্গেই টিআরপি বিতর্কে জড়িয় যায় রিপাবলিক টিভি। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। কিন্তু সেসব মামলায় সরাসরি তাকে না জড়িয়ে, দু বছর আগের একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা এই সময় খুঁজে বের করলো কেন পুলিশ, প্রশ্ন উঠেছে তা নিয়ে।