এক নজরে

Army Chopper Crash: তামিলনাড়ুতে ভেঙে পড়লো সেনা চপার

By admin

December 08, 2021

কলকাতা ব্যুরো: তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার মুখে পড়লো সেনা চপার। কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এল এস লিড্ডার, লেফট্যানান্ট কর্নেল হরজিন্দর সিং, NK গুরসেবক সিং, জিতেন্দ্র কুমার, L/NK বিবেক কুমার, L/NK বি সাই তেজা এবং হাভ সৎপাল।

ইতিমধ্যেই বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, ওই চপারে মোট ১৪ জন যাত্রী ছিলেন।

নীলগিরি পাহাড়ের কাছে ওই চপারটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের চপারটি উড়েছিলো। স্থানীয় সেনা অফিসাররা দ্রুত এলাকায় পৌঁছেছেন। সংবাদ সংস্থা এএনআইকে তাঁরা জানিয়েছেন, স্থানীয়রা দু’টি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দু’টি দেহই ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। খাদের মধ্যে কয়েকজনকে পড়ে থাকতে দেখা গিয়েছে। দ্রুত তাঁদের উদ্ধার করে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ সেনার। 

সূত্রের দাবি, হাই-টেনশন তারে ধাক্কা লেগেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। মাটিতে আছড়ে পড়তেই আগুন ধরে যায় হেলিকপ্টারে। তবে সেনাবাহিনীর তরফে এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি তামিলনাড়ুর কুন্নুরে রওনা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজনাথ সিংয়ের কাছে ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে সেনা। জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই সংসদে বিবৃতি দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সেনা চপার দুর্ঘটনার খবর শুনে প্রশাসনিক বৈঠক বাতিল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহ ও মুর্শিদাবাদে তাঁর প্রশাসনিক বৈঠক ছিল। মালদহে বৈঠক চলাকালীনই সেনা চপার দুর্ঘটনার খবর পান মমতা বন্দ্যোপাধ্যায়।