কলকাতা ব্যুরো: দলবদলের পরই বারাকপুরের সাংসদের জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। নিরাপত্তার দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশ। কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। জানা গিয়েছে তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।সাংসদ অর্জুন সিংয়ের (Arjun SIngh) অভিযোগ, দলবদলের কারণেই নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্র। এই অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সাংসদকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আগামিকাল অর্থাৎ শুক্রবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার আদালত কী বলে?
মে মাসের শেষদিকে তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ হয়েছিল অর্জুন সিংয়ের (Arjun Singh)। প্রায় ২ বছর গেরুয়া শিবিরে থাকার পর ফিরেছিলেন পুরনো দল তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ক্যামাক স্ট্রিটের অফিসে যোগদান করেছিলেন বারাকপুরের সাংসদ। তারপর তাঁকে বনগাঁ সাংগাঠনিক জেলার দায়িত্ব দেয় শাসকদলের শীর্ষ নেতৃত্ব।
অর্জুনও (Arjun SIngh) একেবারে গোড়া থেকেই কোমর বেঁধে কাজে নেমেছিলেন। দলের নানা কর্মসূচীর মুখ হয়েছেন ভাটপাড়ার দাপুটে নেতা। তবে তৃণমূলে যোগদানের পরও অর্জুন সিংয়ের (Arjun SIngh) মতো রাজনৈতিক হেভিওয়েট নেতার নিরাপত্তার কথা ভেবে জেড ক্যাটাগরির নিরাপত্তা বজায় ছিল।
প্রায় দেড় মাস পর বুধবার সকালে আচমকাই তিনি নোটিস পান, প্রত্যাহার করা হচ্ছে তাঁর জেড ক্যাটাগরির নিরাপত্তা অর্থাৎ বুধবার থেকে নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে অর্জুন সিংকে (Arjun Singh)। আর এই নোটিস পেয়েই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন বারাকপুরের ‘বাহুবলী’। কেন এভাবে নিরাপত্তা প্রত্যাহার করা হল, তা নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।