কলকাতা ব্যুরো: ২০২১ -র ভোটের কথা মাথায় রেখেই টিম তৈরি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ওই কমিটিতে সর্বভারতীয় সহ সভাপতি হিসেবে মুকুল রায়, সাধারণ সম্পাদক হিসেবে অনুপম হাজরা এবং দলের কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে জায়গা পেয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। দলের ওই রদবদলে দলের সাধারণ সম্পাদক হিসেবে নাম বাদ পড়েছে রাহুল সিনহার। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাহুল।
শনিবার রাহুল বলেন, তৃণমূল পন্থীদের দলে আনতেই আমাকে বাদ দেওয়া হলো। ৪০ বছর ধরে দল করার এটাই পুরস্কার পেলাম। তার ক্ষোভ যে দলে মুকুল রায়, অনুপম হাজরাদের গুরুত্ব বাড়ায়, নাম না করে তাও বুঝিয়ে দিয়েছেন ওই বিজেপি নেতা। একইসঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। জানিয়েছেন, ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে তার ভবিষ্যত পদক্ষেপ নিয়ে এখনো কিছু খোলসা করেননি রাহুল।