এক নজরে

এখনও গৃহবন্দী দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

By admin

December 08, 2020

কলকাতা ব্যুরো : সোমবার সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর আন্দোলনরত কৃষকদের সমবেদনা জানান ভালো চোখে নেয়নি কেন্দ্র সরকার। কালকেই তিনি জানিয়েছিলেন আন্দোলনরত কৃষকদের আন্দোলনকে তিনি সমর্থন করছেন। এরপরই কেজরিওয়ালকে গৃহবন্দী করে রেখেছে দিল্লি পুলিশ। এমনটাই টুইট করে জানিয়েছে আপ। কাউকেই তার বাড়ীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও জানানো হয়েছে আপ-এর তরফ থেকে।

তার বাড়ির চারপাশে ব্যারিকেড করে রাখা হয়েছে। এদিকে এই খবর শোনার পর আপের বহু সমর্থক তার বাড়িতে ঢুকতে চান। দিল্লি পুলিশ ব্যারিকেড করে এখন সেইসব সমর্থকদের মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার থেকে বিরত রাখচে। এদিকে দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখার বিষয়টি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। আপ এর তরফ থেকে জানানো হয়েছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রকের অঙ্গুলিহেলনে গৃহবন্দি করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

১২ দিন ধরে কৃষক সংগঠনগুলির যে বিক্ষোভ জারি রেখেছে তাকে সমর্থন করার জন্যেই কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য কেজরিওয়ালই দিল্লির প্রথম মুখ্যমন্ত্রী যিনি কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভের পরিদর্শনে গেলেন এবং তাকে সম্পূর্ণভাবে সমর্থন করলেন। গতকাল তিনি পরিষ্কার জানিয়ে দেন আমি এবং আমার দলের নেতারা প্রথম থেকেই কৃষক নেতাদের পাশে আছি। আন্দোলনের শুরুতে দিল্লি পুলিশের তরফে স্টেডিয়ামকে জেলে রূপান্তরিত করার জন্য কেজরিওয়ালের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সেই অনুমতি তিনি দেননি। কেজরিওয়াল আরো জানান আপ দলের নেতা এবং অনেক সদস্যই প্রথম থেকেই আন্দোলনকারীদের স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছেন।