কলকাতা ব্যুরো: করোনা হু হু করে বাড়ছে। এই অবস্থায় কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো এবং ছট পুজোর উৎসব বাতিল করতে আজ হাইকোর্টের শরণাপন্ন হচ্ছেন কিছু নাগরিক। একই সঙ্গে এবার বাজি পোড়ানো নিষিদ্ধ করার আবেদন নিয়ে পৃথক মামলা দায়ের হতে চলেছে।
এর আগে কলকাতা হাইকোর্ট দুর্গাপূজায় ভিড় ঠেকাতে মণ্ডপে নো এন্ট্রি নির্দেশ দিয়েছিল। তারপরে পুজোর চারদিন অনেকটাই আগের ভিড় সামাল দেওয়া গিয়েছে। কিন্তু এবার মাথাব্যথা তৈরি হয়েছে আগামী পুজো গুলি নিয়ে। কেননা কালীপুজোয় কলকাতা ছাড়াও বারাসাত, ব্যারাকপুর, নৈহাটি সহ অন্যান্য বড় ছোট, শহরে কালী পুজো ঘিরে উৎসব হয়। প্রচুর ভিড় হয় বেশ কিছু শহরের নামী পুজো দেখতে। জগদ্ধাত্রী পূজা চন্দননগরের সঙ্গে কৃষ্ণনগরে বিপুল পরিমাণ মানুষের ভিড় হয়। আর গোটা রাজ্যে পালিত হয় ছট। এই অবস্থায় পুজো গুলি তে যাতে ভিড় না হয় সে জন্য আজ নতুন করে মামলা দায়ের হচ্ছে। আর পৃথকভাবে বাজি পুরানো বন্ধ করতে মামলা করছেন কিছু চিকিৎসক।
ইতিমধ্যে রাজ্যে ডাক্তারদের বেশ কয়েকটি সংগঠন সরকারের কাছে বাজি বিক্রি, তৈরি এবং পোড়ানো নিষিদ্ধ করার জন্য আবেদন জানিয়েছেন। যদিও তাতে কতটা কাজ হবে তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই। তাই যেভাবে দুর্গাপুজোয় অনেকটাই ভিড় নিয়ন্ত্রিত থেকেছে হাইকোর্টের নির্দেশে, এবার সেই পথেই তারা হাঁটতে চান করোনার দ্বিতীয় ধাক্কায় সংক্রমণ নিয়ন্ত্রণের আশায়।

Share.
Leave A Reply

Exit mobile version