কলকাতা ব্যুরো: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা সমাজবাদী পার্টিতে। জল্পনা সত্যি করে বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ অপর্ণা যাদব। বুধবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন অর্পণা। ২০১৭ সালে উত্তরপ্রদেশ নির্বাচনে লখনউ ক্যান্ট বিধানসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটে ভোটে লড়েছিলেন। ১০ ফেব্রুয়ারি থেকে সাত দফায় নির্বাচন উত্তরপ্রদেশ বিধানসভার ৷ উত্তর ভারতের এই মেগা ইভেন্টে হট ফেভারিট মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি ৷ যে লড়াইয়ে ধারে ও ভারে পিছিয়ে থাকলেও, প্রধান প্রতিপক্ষ অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি কিন্তু, সেই অখিলেশের পরিবারেই এবার চিড় ধরলো। নির্বাচনের ২২ দিন আগে শিবির বদলে বিজেপিতে যোগ দিলেন তাঁর ছোট ভাইয়ের স্ত্রী তথা মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব।
বুধবার দিল্লিতে বিজেপি’র কেন্দ্রীয় দফতরে গিয়ে যোগদান করেন অপর্ণা যাদব। সম্প্রতি বেশ কিছু ইস্যুতে উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা করতে শোনা গিয়েছিল মুলায়মের ছোট পুত্রবধূকে। এমনকি প্রধানমন্ত্রীর কাজেরও প্রশংসা করেন তিনি। যা নিয়ে সমাজবাদী শিবিরে অস্বস্তি আগে থেকেই ছিল। সূত্রের খবর, লখনউ ক্যান্ট কেন্দ্র থেকে বিজেপির হয়ে টিকিট চেয়েছেন অপর্ণা। ২০১৭ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকেই সমাজবাদী পার্টির টিকিটে লড়াই করেছিলেন কিন্তু, সে বার রিতা বহুগুনা জোশীর কাছে পরাজয় হয় তাঁর। তবে, প্রায় ৬৩ হাজার ভোট পেয়েছিলেন অপর্ণা।
কিন্তু, ঘরের দল ছেড়ে কেন বিজেপিতে গেলেন অপর্ণা? শুধুই কি যোগী তথা মোদি সরকারের কাজে মুগ্ধ হয়ে? নাকি এর পিছনে রয়েছে পারিবারিক দ্বন্দ্ব? রাজনীতির কারবারিরা মনে করছেন, অখিলেশ যাদবের একছত্র আধিপত্য হয়তো মেনে নিতে পারেননি প্রতীক যাদবের স্ত্রী। আর সেই কারণেই প্রতিপক্ষ শিবিরে গিয়ে এবার নাম লেখালেন তিনি।
অপর্ণা যাদবের সঙ্গে মুলায়মের ছোট ছেলে প্রতীকের ২০১১ সালে বিয়ে হয়। তিনি ‘বি-অ্যাওয়ার’ নামে একটি সংগঠন চালান। যে সংগঠন মহিলাদের উন্নয়নে কাজ করে। এমনকি লখনউয়ে একটি গো-শালা রয়েছে তাঁর। সম্প্রতি কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে। এমনকি গত বছর রাম মন্দির তৈরির জন্য গঠিত ট্রাস্টে ১১ লক্ষ টাকা অনুদানও দেন ৷ আর তিনি যে বিজেপিতে যোগ দিতে পারেন এমন জল্পনা শোনা যাচ্ছিল ৷ আজ সেই জল্পনাই সত্যি প্রমাণিত করলেন অপর্ণা যাদব ৷