এক নজরে

#AnupamRoyTributeKK: কেকে’র মৃত্যুর পর ফের অনুষ্ঠান নজরুল মঞ্চে, মানা হলো কড়া নিয়ম

By admin

June 04, 2022

কলকাতা ব্যুরো: কলকাতা ব্যুরো: সঙ্গীতশিল্পী কেকে’র আকস্মিক মৃত্যুর পর এখন আলোচনার কেন্দ্রবিন্দু নজরুল মঞ্চ। বিশিষ্ট সঙ্গীতশিল্পীর অকালমৃত্যুর যন্ত্রণা এখনও সামলে উঠতে পারেনি তাঁর অনুরাগীরা। মাঝে মাত্র তিনদিনের ব্যাবধান। তারমধ্যেই শুক্রবার বিতর্কিত নজরুল মঞ্চে নিজের ব্যান্ডের সঙ্গে পারফর্ম করলেন সঙ্গীতশিল্পী তথা সঙ্গীত পরিচালক অনুপম রায়। তবে প্রথম থেকেই কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি বা ঝামেলা এড়াতে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে প্রশাসন এবং উদ্যোক্তারা। মঙ্গলবার রাতে এই মঞ্চেই শেষ বার গান গাইতে উঠেছিলেন কৃষ্ণকুমার কুন্নত ওরফে কেকে। কনসার্ট সেরে হোটেলে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি বলিউডের বিখ্যাত গায়ককে। কিন্তু কথায় আছে ‘দ্য শো মাস্ট গো অন’। জীবন তো চলবেই। সেই মন্ত্রেই ক্ষতকে আড়াল করে এদিন মন খারাপ থাকলেও মঞ্চে উঠে নিজের বিশেষ কিছু গান ছাড়াও বন্ধু কেকে’র একাধিক গানের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন অনুপম।

এদিন রিজেন্ট পার্কের ক্যালকাটা ইনস্টিটিউ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের ফেস্টে পারফর্ম করেন অনুপম। যেখানে গত ৩১মের থেকে ভিন্ন ছবিই চোখে পড়লো। ভিড়ে ঠাসা নয় এদিন অডিটোরিয়ামে যথেষ্ট সুশৃঙ্খলভাবেই অনুষ্ঠান দেখলেন দর্শকরা।

তবে জানা গিয়েছে এদিনের অনুষ্ঠানে সমস্ত সতর্কতা অবলম্বন করা হয়। অনুষ্ঠান চলাকালীন গ্রিনরুমে উপস্থিত ছিলেন চিকিৎসক। পাশাপাশি ১৫ জন বাউন্সার এবং বেসরকারি সংস্থার রক্ষী ছাড়াও বেসরকারি ওই ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ৮০ জন স্বেচ্ছাসেবক ছিলেন নিরাপত্তা রক্ষার দায়িত্বে। এছাড়া একটি আম্বুল্যান্স নজরুল মঞ্চের ভিতরে এবং একটি বাইরে রাখা ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি এসি যাতে সবসময় ঠিকঠাক চলে সেদিকেও কড়া নজর রেখেছিলেন আয়োজকরা। মঞ্চের আশেপাশে রাখা হয়েছিল ৬টি পোর্টেবল এসি।

তিনদিন আগেই কেকে যে মঞ্চে দাঁড়িয়ে গেয়েছেন, ইঁয়াদ আয়েঙ্গে এ পল, এদিন সেই মঞ্চে দাঁড়িয়ে গানে গানে কেকে-কে শ্রদ্ধা জানালেন অনুপম। এদিন দিল ইবাদত, ক্যা মুঝে প্যার হে সহ একাধিক গান গেয়ে সদ্য প্রয়াত শিল্পীকে স্মরণ করে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’। এদিন নিজের গান গাওয়ার মাঝেই অনুপম মাইকে বলে উঠলেন,’ আমার মনে পড়ছে, দু’দিন আগেকার রাত। যখন হাসপাতালে পৌঁছে আমি জানতে পারলাম, উনি আর নেই আমাদের মধ্যে। আমরা সেই শিল্পীর জন্য আজ এক মিনিটের নীরবতা পালন করতে পারি কি? দর্শকেরা চিৎকার করে সমর্থন জানালেন। পিছনে পর্দায় ভেসে উঠল কেকে-র ছবি। মঞ্চের শিল্পী এবং অডিটোরিয়ামের দর্শদের সঙ্গে কেকে-র স্মৃতিতে এক মিনিটের নীরবতা পালন করলেন অনুপম। সেই নীরবতা ভাঙলেন কেকে-র গান দিয়েই। দরদি গলায় গেয়ে উঠলেন, ‘হম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’। পর্দায় তখন কেকে-র ভিডিও চালানো হল। ভেসে উঠলো কেকে এবং অনুপমের একটি ছোট্ট ভিডিও-ও। উঠে দাঁড়ালেন দর্শকেরা। হাততালি দিয়ে কেকে-র সেই গানের সঙ্গে ভেসে গেলেন স্মৃতিতে। গলাও মেলালেন শেষে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছেন, কোনওরকম কলেজ ফেস্ট নজরুল মঞ্চে বা অন্য কোথাও আয়োজন করা হলে প্রশাসনের সঙ্গে আলোচনা করতে হবে। অনুপমের এই শো নিয়ে বৃহস্পতিবারই পুলিশের সঙ্গে বৈঠকও করে কলেজ কর্তৃপক্ষ। আর তারপরই জানিয়ে দেওয়া হয় দর্শকাসনের বেশি লোক প্রেক্ষাগৃহে থাকবে না। নজরুল মঞ্চের আসন সংখ্যা ২৪৮২টি, এদিনের অনুষ্ঠানের জন্য পাস বিলি হয়েছিল মাত্র ১৫০০। তার বেশি কাউকে ঢুকতে দেওয়া হয় নই বলেই খবর।