কলকাতা ব্যুরো: দুর্গাপুজোর মণ্ডপে বা রাস্তায় নাগরিকদের মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক করতে পুলিশকে নির্দেশ দিলেন কলকাতার কমিশনার অনুজ শর্মা। বৃহস্পতিবার কলকাতার কয়েকটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে যান তিনি।

তার পরেই তিনি এসএমএস করে সব থানার ওসিসহ পদাধিকারীদের এ ব্যাপারে তার বক্তব্য জানান। পুলিশ কমিশনার বলেছেন, দুর্গা পুজোর মন্ডপে কিভাবে নিরাপত্তা রাখতে হবে কবে সে ব্যাপারে রাজ্য সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ যথাযথভাবে পালন যাতে করা হয় তা দেখতে হবে উপস্থিত পুলিশ কর্মীদের।

পুজোর বাজারে কলকাতার শপিং মল গুলিতে বেশ ভিড় শুরু হয়েছে। সেখানে কেউ যদি মাস্ক না পড়ে যান অথবা কর্তৃপক্ষ স্যানিটাইজার ব্যবস্থা না রাখে, সে দিকেও নজর দিতে বলা হয়েছে ওসিদের। পুলিশ কমিশনারের বক্তব্য, যথাযথ নজরদারিতে এবছর নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে ভালো পদক্ষেপ হতে পারে কলকাতা পুলিশের জন্য।

এদিন বেলা এগারোটা থেকে পুলিশ কমিশনার দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, নাকতলা উদয়ন সংঘ, মহম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ারের পুজোর ব্যবস্থা খতিয়ে দেখেন।

Share.
Leave A Reply

Exit mobile version