এক নজরে

#AnubrataMondal: কলকাতায় অনুব্রত মণ্ডল

By admin

April 06, 2022

কলকাতা ব্যুরো: অবশেষে সিবিআই দপ্তরে হাজিরা দিতে চলেছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, গরুপাচার কাণ্ডে বুধবার নিজাম প্যালেসে তিনি কেন্দ্রীয় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। গরু পাচার কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এ নিয়ে চতুর্থবার তলব করল সিবিআই। তাদের ডাকে সাড়া দিতে সোমবারই কলকাতায় পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। চিনারপার্কে নিজের ফ্ল্যাটে উঠেছেন তিনি। এদিকে মঙ্গলবারই অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নিজাম প্যালেসে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

উল্লেখ্য, গরু পাচার মামলায় ১৪ ফেব্রুয়ারি প্রথমবারের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। তবে সেদিন হাজিরা এড়িয়ে গিয়েছিলেন কেষ্টদা। পরে ২৫ ফেব্রুয়ারি আরেকটি নোটিস পাঠিয়ে তলব করা হয়েছিল তাঁকে। ওইদিন তিনি রুটিন চেক আপের জন্য হাসপাতালে ভরতি হন। ফলে নিজাম প্যালেসে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হতে পারেননি। এরপর গত ৪ মার্চ ফের অনুব্রতকে নোটিস পাঠানো হয় সিবিআইয়ের তরফে। ১৫ মার্চ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই মাঝে গরু পাচার মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চে আর্জি জানিয়ে ছিলেন অনুব্রত মণ্ডল। গত ১১ মার্চ সে আর্জি খারিজ হয়ে যায়। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেওয়ায় রক্ষাকবচ উঠে যায় তাঁর।

এরপরই ১৪ মার্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে যান অনুব্রত মণ্ডল। ১৬ মার্চ সেই মামলার শুনানি শেষ হয়। রায়দান হয় ২৯ মার্চ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় সিবিআই ডাকলে অনুব্রতকে হাজির হতেই হবে। তারপরই গত ২ এপ্রিল সিবিআই চতুর্থবার অনুব্রত মণ্ডলকে সমন পাঠায়। তাতেই উল্লেখ করা ছিল, ৬ এপ্রিল বেলা ১১টায় সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। আদালতের রক্ষাকবচ না থাকায় এবার তাঁকে হাজিরা দিতেই হচ্ছে।