কলকাতা ব্যুরো: গরু পাচার মামলায় মঙ্গলবারও সিবিআই দপ্তরে গেলেন না অনুব্রত মণ্ডল। হাইকোর্টে তাঁর দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে যাবেন না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। মঙ্গলবার আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফের অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তার মামলাটি দ্রুত শোনার আবেদন করেন। বুধবার প্রধান বিচারপতির এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। তার আগে পর্যন্ত তিনি সিবিআইতে হাজিরা দিতে চান না বলে চিঠি সাফ জানিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি। সুপ্রিম কোর্টের আইনজীবী বিবেক তাঙ্খাকে এই মামলার শুনানি করার জন্য উড়িয়ে আনা হয়েছে।
সোমবার গরু পাচার মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই দপ্তরে আজই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। সেই মর্মে তাঁকে তৃতীয় নোটিসটি পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে উল্লেখ ছিল, সোমবার বেলা ১১টায় সিবিআই দপ্তরে অনুব্রতকে সশরীরে হাজিরা দিতে হবে, গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। কিন্তু তার ঠিক আগেই এদিন অনুব্রত মণ্ডল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান, তাঁকে যাতে কলকাতার সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা দিতে না হয়।
মঙ্গলবার তাঁর নিজাম প্যালেসে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যাননি। আইনজীবীর হাতে চিঠি পাঠান অনুব্রত মণ্ডল। তাতে তিনি উল্লেখ করেন, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে তিনি ইতিমধ্যেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। তা আদালতের বিচারাধীন। বুধবার এনিয়ে শুনানির সম্ভাবনা। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সিবিআইয়ের মুখোমুখি হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে সূত্রের খবর, এদিন তাঁর দেহরক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই কর্তারা।