এক নজরে

Anubrata Mandal: প্রাথমিক চিকিৎসার পর এসএসকেএম থেকে ছুটি অনুব্রতের

By admin

February 02, 2022

কলকাতা ব্যুরো: হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। শ্বাসকষ্ট নিয়ে বুধবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা অনুব্রত মণ্ডলে থেকে তাঁর শারীরিক সমস্যার কথা জানতে চান ৷ তাঁর কী কী অসুবিধা হচ্ছে সেগুলি জিজ্ঞাসা করেন চিকিৎসকরা। এরপর অনুব্রত মণ্ডলকে বেশকিছু মেডিক্যাল পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা। তৃণমূল নেতার শারীরিক অবস্থার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দেখা যায়, এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে আসেন অনুব্রত মণ্ডল ৷ এরপরে গাড়িতে উঠে তিনি হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান।

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে নেমে সিবিআই অনুব্রত মণ্ডলকে দ্বিতীয়বারের জন্য নোটিস পাঠিয়েছে। জানা যায়, বীরভূমের বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক ভোট-পরবর্তী হিংসায় মারা গিয়েছেন। এই ঘটনায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম জড়ালে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। আর এরমধ্যেই বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাত থেকে রক্ষাকবজ পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কেষ্ট।

জানা গিয়েছে, তদন্তে সবরকম সাহায্য করতে তিনি প্রস্তুত কিন্তু তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়। সেই আবেদনই আদালতে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনায় খুন হয়েছিলেন বিজেপি কর্মী গৌরব সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ খুন ও ধর্ষণের মামলায় তদন্ত করছে সিবিআই। এই ঘটনায় সম্প্রতি তদন্ত শুরু করেছে সিবিআই। তাতেই অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে বলে সিবিআই আধিকারিকদের দাবি৷

অনুব্রতকে প্রথমবার নোটিস পাঠানো হয় এবং বীরভূমের নলহাটির সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সেই চিঠির জবাবে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা সিবিআইকে জানান, তাঁকে সময় দেওয়া হোক কারণ তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। এরপর অনুব্রত মণ্ডলকে দ্বিতীয়বারের জন্য নোটিস পাঠায় সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে সেই তলবও এড়িয়ে যান তৃণমূল নেতা ৷ নোটিস পাওয়ার পর তাঁর শ্বাসকষ্ট হওয়ায় অনুব্রতকে আনা হয়েছিল এসএসকেএম হাসপাতালে ৷