এক নজরে

#AnubrataMondal: আচমকাই বুকে ব্যাথা, পঞ্চমবার হাজিরা এড়ালেন অনুব্রত

By admin

April 06, 2022

কলকাতা ব্যুরো: সিবিআই দপ্তরে হাজিরার দিনই এসএসকেএম হাসপাতালে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। উডবার্ন  ব্লকে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ২১১ নম্বর কেবিনে রয়েছেন তৃণমূল নেতা। তাঁর চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। আপাতত চলছে শারীরিক পরীক্ষা নিরীক্ষা।

এদিন সকাল থেকে অবশ্য অনুব্রতর ফ্ল্যাটে কাউকে ঢুকতে বের হতে দেখা যায়নি। বেলা ১১টার সময়ে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। সকাল ১০টা ১৫ বেজে কিছুটা সময় এগিয়েছে। এদিন কালো এক্সইউভি গাড়িতে রওনা দেন অনুব্রত। পরনে কাঁচা হলুদ পাঞ্জাবি। গোটা সংবাদমাধ্যম অনুসরণ করতে থাকে তাঁর কনভয়।বাগুইআটি থেকে উল্টোডাঙা ওভারব্রিজে ওঠে তাঁর গাড়ি। তারপর বাঁ দিক নিয়ে মা ফ্লাইওভার ধরেন। তবে এদিন অবশ্য পাইলট কার ছিল না। পার্কসার্কাস থেকে এজেসি বসু ফ্লাইওভার উঠেই বাঁ দিকে টার্ন। কার্যত নিজাম প্যালেসের নাকের ডগা দিয়ে অনুব্রতর গাড়ি চলে গেল এসএসকেএম হাসপাতালে।

আগের চার বারে মেলেনি সাড়া। আরও একবার, এই নিয়ে পঞ্চমবার। গরু পাচার চক্রের মামলায় সিবিআই-কে এবারও ‘ধাপ্পা’ দিলেন অনুব্রত মণ্ডল। বেলা ১১.৩৭ মিনিট। অনুব্রত পৌঁছন এসএসকেএম-এ। রোগী সাধারণত অ্যাম্বুল্যান্সে এসে ভর্তি হয়। কিন্তু লাল বাতির কনভয় নিয়ে এমন রোগীর এসএসকেএম-ভর্তি দেখে কার্যত অবাকই হচ্ছেন অন্যান্য রোগীরা। উডবার্ন ওয়ার্ডে ঢোকার আগেই তাঁকে পাঁজাকোলা করে নেন অনুগামীরা। ততক্ষণে অবশ্য হাসপাতালের বাইরের চত্বর লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

অন্যদিকে বুধবার সকাল থেকেই নিজাম প্যালেসে উপস্থিত ছিলেন সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। নিজাম প্যালেসের বাইরেও মোতায়েন করা হয় সিআরপিএফ জওয়ানদের। দীর্ঘদিন ধরেই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার বুকে সমস্যা রয়েছে। শ্বাসকষ্টজনিত কিছু সমস্যাও রয়েছে তাঁর। মঙ্গলবার সন্ধেয় পেটের সমস্যাও দেখা যায়। আপাতত তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে।   

উল্লেখ্য, গরুপাচার মামলায় গত ১৪ ফেব্রুয়ারি সিবিআই প্রথম তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। তবে সেদিনও হাজিরা এড়িয়ে যান ‘কেষ্টদা’। পরে ২৫ ফেব্রুয়ারি আরেকটি নোটিস পাঠিয়ে তলব করা হয়েছিল। ওইদিন তিনি রুটিন চেক আপের জন্য হাসপাতালে ভরতি হন। ফলে নিজাম প্যালেসে তিনি যাননি। এরপর গত ৪ মার্চ ফের অনুব্রতকে নোটিস পাঠানো হয় সিবিআইয়ের তরফে। ১৫ মার্চ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই মাঝে কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন অনুব্রত।

শরীর অসুস্থ হওয়ায় বোলপুর থেকে কলকাতায় এসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করা সম্ভব নয় বলেই দাবি অনুব্রত মণ্ডলের। বোলপুরে জিজ্ঞাসাবাদ করা হলে সম্পূর্ণভাবে সহযোগিতার কথাও জানান। পালটা যুক্তি হিসেবে সিবিআইয়ের আইনজীবীরা জানান, অসুস্থ শরীর নিয়ে অনুব্রত মণ্ডলকে জেলার বাইরে নানা রাজনৈতিক কর্মসূচিতে হাজির হতে দেখা যাচ্ছে। শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিতেই অসুবিধা? দু’পক্ষের সওয়াল-জবাবের পর গত ১১ মার্চ অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আরজি খারিজ করে দেয় হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। এরপর বুধবার তাঁকে তলব করে সিবিআই।

তবে যখনই সিবিআই-এর ডাক পড়ে তখনই কি বাড়তে থাকে অনুব্রতর শ্বাসকষ্ট? মঙ্গলবার মধ্যরাত পর্যন্তও ঠিক ছিলেন, হঠাৎ বুধবার সকালেই অসুস্থ হলেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। সূত্র মারফত জানা যাচ্ছে, চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর বুকে সামান্য সমস্যা রয়েছে। চিকিৎসকরা তাঁর শরীরের অক্সিজেনের মাত্র মেপে দেখেছেন, তা মোটের ওপর স্বাভাবিক। তবে তাঁর রক্তচাপ সামান্য বেশি। অনুব্রত বায়না করছিলেন, তাঁকে সাড়ে ১২ নম্বর কেবিন দেওয়া হোক। যদি না সম্ভব হয়, তাঁকে আইসিইউতেই রাখা হোক। অক্সিজেন চালু করে দেওয়া হোক।