কলকাতা ব্যুরো: ব্যারাকপুরের বিজেপি নেতা মনীশ শুক্লা হত্যা তদন্তে আরো দুই জনকে আটক করলো পুলিশ। এই তদন্তে ধৃত তৃতীয় ব্যক্তি নাসির খানকে নিয়ে গত রাতেই ক্যানিং এ যান সিআইডির তদন্তকারীরা। রাতেই সেখানে বেশ কিছু এলাকায় তল্লাশি চালিয়ে ওই দুই সন্দেহভাজনকে আটক করা হয়।
জানা গিয়েছে, মনীশ হত্যার আগে টিটাগড়-র ওই এলাকাটি রেইকি করে গিয়েছিল নাসির খান। ঘটনার পর তিনটি ফোন করে সে। নাসিরই ওই ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রাখছিলো বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। মনীশের বাবার তরফে যে এফআইআর করা হয়েছে, তাতেও নাম রয়েছে নাসিরের। এই ঘটনায় আগেই খুররম খান এবং গুলাব শেখ নামে আরো দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি।
Previous Articleআজকের সোনা – রুপোর দর
Next Article আজ জঙ্গলমহলের মন জয় মমতার চ্যালেঞ্জ
Related Posts
Add A Comment