কলকাতা ব্যুরো: আল কায়দা যোগে রাজ্য থেকে আরো একজনকে গ্রেপ্তার করলো এনআইএ।শামীম আনসারি নামে ওই যুবককে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে। পেশায় রাজমিস্ত্রি ওই যুবক আগে কাজ করতো কেরালায়। সেখান থেকে ফিরে রাজমিস্ত্রির কাজ শুরু করে সে। অস্ত্র সরবরাহের সঙ্গে সে যুক্ত রয়েছে বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা।ট্রানজিট রিমান্ডে তাকেও দিল্লিতে নিয়ে যাবে এনআইএ। দিন কয়েক আগে মুর্শিদাবাদের ডোমকল থেকে ধৃত মামুনকে জেরা করেই শামীম আনসারির নাম জেনেছেন গোয়েন্দারা। তার ভিত্তিতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। সম্প্রতি পশ্চিমবঙ্গ ও কেরালার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে মোট নয় জনকে গ্রেপ্তার করে এনআইএ। তাদের মধ্যে ৬ জনকে মালদা ও মুর্শিদাবাদ থেকে। বাকি ৩ জনকে গ্রেপ্তার করা হয় কেরালা থেকে। জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ছাড়াও বেঙ্গালুরু সহ কর্ণাটকের কয়েকটি জায়গাতেও ওই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালান এনআইএ-র তদন্তকারীরা।