কলকাতা ব্যুরো: রাজ্যে ফের খোঁজ মিললো ওমিক্রন আক্রান্তের। ডাবলিন থেকে কলকাতায় ফেরা ৪৫ বছরের এক ব্যক্তির শরীরে মিলেছে করোনার এই নয়া স্ট্রেনের হদিশ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আরও একজনের ওমিক্রন পজিটিভ হওয়ার রিপোর্ট তাদের হাতে এসেছে। যদিও তিনি কোন হাসপাতালে ভর্তি, তা এখনও জানা যায়নি। শেষতম ব্যক্তি কলকাতার কোথায় চিকিৎসাধীন, তা জানতে পদক্ষেপ করছে স্বাস্থ্য ভবন। ফলে রাজ্যে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হল পাঁচ। এর বাইরে তালিকায় রয়েছেন ওই সন্দেহভাজনও।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, গত সোমবার ডাবলিন থেকে কলকাতা বিমানবন্দরে নেমেছিলেন ৪৫ বছরের এক ব্যক্তি। প্রথমে তিনি কোভিড নেগেটিভই ছিলেন। তবে পরে তাঁর শরীরে ধরা পড়ে সংক্রমণ। তাঁর জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট হাতে এসে পৌঁছায় শুক্রবার। জানা যায় তিনি ওমিক্রনে আক্রান্ত। আপাতত আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি তিনি। এছাড়া আরও একটি ওমিক্রন পজিটিভ রিপোর্ট হাতে এসেছে স্বাস্থ্য দপ্তরের। জানা গিয়েছে, তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কোন হাসপাতালে তিনি ভরতি, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, আগেই চার ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছিল রাজ্যে। এর মধ্যে বেলেঘাটা আইডি ও রাজারহাটের CNCI-তে ভর্তি রয়েছেন দু’জন। ফলে অসমর্থিক সূত্রে বাংলায় মোট নয়া স্ট্রেনে আক্রান্ত ৬। যার মধ্যে চারজনই কলকাতার। উৎসবের মরশুমে বাংলায় ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি বাড়াচ্ছে চিন্তা। ইতিমধ্যেই সংক্রমণ রুখতে বিদেশ ফেরত যাত্রীদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য। বলা হয়েছে, কলকাতা বিমানবন্দরে পা রাখা যে সব আন্তর্জাতিক যাত্রীদের কোভিড রিপোর্ট পজিটিভ আসবে, তাঁদের বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্য দপ্তরের ঠিক করে দেওয়া হেলথ ফেসিলিটিতে থাকতে হবে। হোম আইসোলেশন চলবে না।