কলকাতা ব্যুরো: পুলিশি রিপোর্ট বলছে, দেশে সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা গত বছরে ঘটেছে উত্তরপ্রদেশে। হাত্রাসের ঘটনা নিয়ে যখন গোটা দেশে তোলপাড় চলছে, তারই মধ্যে সেই উত্তরপ্রদেশে ঘটে গেল আরো এক নাবালিকাকে নৃশংস হত্যার ঘটনা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধর্ষণ করেই ১৪ বছরের ওই নাবালিকাকে নৃশংভাবে ভাবে ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাদোহি জেলায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরীর দেহ একটি মাঠের মধ্যে থেকে উদ্ধার করা হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই কিশোরী মাঠে কাজ করতে গিয়েছিল। কিন্তু সে দীর্ঘক্ষন সেখান থেকে ফিরে না আসায়, তার ভাই মাঠে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
প্রাথমিভাবে পুলিশ জানিযেছে, একমাত্র ধর্ষণ করা ছাড়া ওই নাবালিকাকে খুনের আর কোনো কারণ এখনও দেখা যাচ্ছে না। ওই টুকু মেয়ের কোন কারো সঙ্গে শত্রুতা ছিল বলে মনে হয় না। যদিও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ পুলিশ।
এদিকে উত্তর প্রদেশ হাথ্রাস এ ঘটনায় ক্রমশ চাপ বাড়ছে যোগী সরকারের। যেভাবে এক তরুণীকে গণধর্ষণের পর নৃশংসভাবে মারধর করা হয়েছিল, যার জেরে ১৪ দিনের মাথায় তার মৃত্যু হয়। এরপরেও পুলিশ যেভাবে পরিবারকে অন্ধকারে রেখে দেহ কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দিয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রবল আকার ধারণ করেছে। এরই মধ্যে জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন উত্তর প্রদেশে পুলিশের ডিজির কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version