এক নজরে

কৃষক আন্দোলনের সমর্থনে এবার অনশনের ডাক দিলেন আন্না হাজারে

By admin

December 15, 2020

কলকাতা ব্যুরো: নয়া কৃষি আইন নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। এদিন অস্বস্তি খানিক বাড়িয়ে কৃষক আন্দোলনের সমর্থনে অনশনের ডাক দিলেন আন্না হাজারে। কৃষকদের সমস্যা মেটানোর দাবি করে চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে।

প্রসঙ্গত, নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তিন সপ্তাহ ধরে দিল্লির শীতকে উপেক্ষা করে আন্দোলনে সামিল হয়েছেন কৃষকরা। বৈঠকে ইতিমধ্যেই বহুবার আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্র। কিন্তু কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা প্রত্যাখ্যান করেছে এই প্রস্তাব। তাদের সাথে আন্দোলনের সমর্থনে সুর চড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক দলগুলিও।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিকগত দিক থেকে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। এই বিক্ষোভের মাঝেই সোমবার প্রতীকী অনশন পালন করলেন কৃষকরা। সেই অনশনে কৃষকদের সাথে যোগদান করেন অরবিন্দ কেজরীওয়াল।

এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, এই বিক্ষোভে কৃষকরা সামিল হননি, হয়েছেন মোদি বিরোধীরা। যদিও বারবার কেন্দ্র থেকে জানানো হচ্ছে যে কোন রকম আলোচনার জন্য প্রস্তুত রয়েছে কেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কৃষকদের সঙ্গে আলোচনা করেই সমস্ত সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন তারা।এরই মাঝে প্রবীণ সমাজসেবক আন্না হাজারে চিঠি দিয়ে এই সমস্যা সমাধানে উদ্যোগী হতে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে। সমস্যা না মিটলে আরও জোরদার সংগ্রামের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।