এক নজরে

Amta Murder: আনিস হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

By admin

February 21, 2022

কলকাতা ব্যুরো: আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। মামলা সংক্রান্ত সমস্ত রিপোর্ট এবং দিনক্ষণ সহ মামলার আবেদন পত্র পেশ করার নির্দেশ রাজ্যেকে। ছাত্রনেতা আনিসকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এই অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের হয়।

এদিন মামলাকারীর তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আনিস খান আলিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে রাজ্য সরকার বিরোধী আন্দোলন যেমন করছিলেন,একই ভাবে CAA, NRC নিয়েও আন্দোলনে যুক্ত ছিলেন। আইনজীবীর অভিযোগ, আনিস খানকে আগেও খুনের হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার দিন, রাতে পুলিশ আনিসের বাবার সঙ্গে কথা বলে বাড়িতে ঢুকেছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্যর পেশ করা বক্তব্য শোনার পর মামলা গ্রহণ করেন বিচারপতি রাজশেখর মান্থা। মামলাকারীকে ২২ তারিখের মধ্যে কপি সার্ভ করার নির্দেশ। মামলার পরবর্তী শুনানি ২৪ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে পুলিশের উর্দি পরে কারা আনিসের বাড়ি গিয়েছিল, তারা আসল না নকল পুলিশ, ঠিক কী ভাবে মৃত্যু হল আনিসের, পরিবারের কাছ থেকে ফোন পেয়ে কতক্ষণ বাদে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়- এই প্রশ্নগুলির একটিরও কোনও সদুত্তর মেলেনি।

অন্যদিকে, আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তর জন্য আমরা সিট গঠন করছি। দোষীরা শাস্তি পাবে।

আগামী ১৫ দিনের মধ্যে এই তদন্তের রিপোর্ট জমা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, প্রাক্তন বাম তথা অধুনা ISF-এর সদস্য আনিস তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।