কলকাতা ব্যুরো: অন্ডালের খাস কজোরা কোলিয়ারি এলাকায় গুলিতে খুন হলেন এক তৃণমূল কর্মী। নাম ধরমবীর নুনিয়া। আরো দুজন গুলিতে জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পুরনো শত্রুতাতেই এই গুলি কি না, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই ছয় জনকে আটক করা হয়েছে। বুধবার রাতেই অন্ডালের খাশ কা জো রাত কোলিয়ারি এলাকায় রাজকুমারের বাড়ির সামনেই দুই দলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। বাইকে আসা দুষ্কৃতীদের সঙ্গে খানিকক্ষণের মধ্যেই তা থেকে হাতাহাতি চলতে থাকে। এরই মধ্যে অপরপক্ষ রিভলভার বের করে ধরমবীরকে গুলি চালায়।

গুলির শব্দ শুনে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন ধর্মবীরের ভাই ও আরেক প্রতিবেশী। তারা দুষ্কৃতীদের আটকাতে গেলে, ফের গুলি চালায় তারা। তা তে আহত হন ওই দুই ব্যক্তি। তাদের দ্রুত দুর্গাপুরের হাসপাতালে ভর্তি করা হয়। এরইমধ্যে এই এলাকায় ছাড়ে ওই দুষ্কৃতীরা। মৃত ধরমবির তৃণমূলের স্থানীয় নেতা। ধৃতরা শাসক দলেরই স্থানীয় নেতাকর্মী বলে জানাচ্ছে পুলিশ।

আগেও স্থানীয় নুনিয়াপাড়া এলাকায় বিভিন্ন সময়ে গোলমালে জড়িয়েছে ধরমবির। মূলত কাজোরা কোলিয়েরি এলাকায় কয়লা ইস্যুতে আগেও এদের মধ্যে গোলমাল দেখা গিয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version