%%sitename%%

এক নজরে

Uri Sector: উরিতে গুলির লড়াইয়ে মৃত এক অনুপ্রবেশকারী

By admin

September 29, 2021

কলকাতা ব্যুরো: অনুপ্রবেশকারী ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে নিহত এক অনুপ্রবেশকারী ৷ জখম হয়েছেন ৪ জওয়ান। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরে বারামুল্লার এলওসিতে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তে এলওসি-তে বেশ কিছু অনুপ্রবেশকারীর গতিবিধির উপর নজর রাখছিল অনুসন্ধানকারী একটি দল ৷ এর মধ্যে অনুপ্রবেশকারীরা সেনার উপর গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনা। ঘটনায় মারা গিয়েছে একজন অনুপ্রবেশকারী। আহত হয়েছেন চার জওয়ান।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, উরির গোহালান সেক্টর থেকে ওই মৃত অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার করা হয়েছে। সঙ্গে মিলেছে একে-৪৭ রাইফেল এবং ৪টি ম্যাগাজিন।

প্রসঙ্গত, গত সপ্তাহে বারামুল্লার উরিতে অনুপ্রবেশকারীদের অবৈধ চলাফেরা রুখতে ভারতীয় সেনাবাহিনীর তরফে একটি অপারেশন চালু হয় ৷ যদিও পরে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল ৷

সম্প্রতি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে উরির রামপুর সেক্টরে ৩ জন জঙ্গি মারা গিয়েছে এবং বহু সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, সেনাবাহিনী মৃত অনুপ্রবেশকারীর দেহ উরি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।