কলকাতা ব্যুরো : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বদলের পক্ষে সওয়াল করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার তিনি বলেন, সামনেই দেশের স্বাধীনতার ৭৫ বছর বর্ষপূর্তি। গোটা দেশেই বদল হচ্ছে। এরাজ্যেও ২০২১য়ে বদল চাই। রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বলেও এদিন মন্তব্য করেন রাজ্যপাল। বলেন, ‘রাজ্যজুড়ে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। মানুষ অভিযোগ করতে, কথা বলতেও ভয় পাচ্ছেন’।
রাজ্যপালের এদিনের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছেন, ‘২০২১ এ রাজ্যে সরকার ও মুখ্যমন্ত্রীর বদল হবে না। বদল হবে রাজভবনে, রাজ্যপালের’। অন্যদিকে, কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, রাজ্যপাল মিথ্যে কিছু বলেননি। তৃণমূল সরকারের আমলে রাজ্যে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে। মিথ্যা মামলায় বিরোধী রাজনৈতিক কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে। রাজ্যপালের মন্তব্যের সঙ্গে সহমত বিজেপিও।