কলকাতা ব্যুরো: ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করে এবার পথে নামলেন সাধারণ গ্রামবাসীরা। বৃহস্পতিবার মিছিল করে আমতা থানা ঘেরাও করেন তাঁরা। এই মিছিলে সামিল হন আনিসের বাবা সালাম খানও। তবে এদিন ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা থানার ভিতরে ঢুকতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন গ্রামবাসীরা। খণ্ডযুদ্ধ বেধে যায়। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। মিছিলে হেঁটেও ইট ছোড়ার তীব্র নিন্দা করেন মৃত ছাত্রনেতার বাবা সালাম খান। তাঁর পালটা দাবি, তৃণমূলের লোকজনই মিছিলে ঢুকে অশান্তি তৈরি করছে। মিছিলের কারনে আমতা থানার সামনে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
আনিস হত্যাকাণ্ডের প্রায় চারদিন পর দুই পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে এই পদক্ষেপই যথেষ্ট নয়, প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে সুর চড়িয়েছেন আমতা থানা এলাকার অন্তর্গত কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তবে এদিন মিছিলের আগে আনিসের আত্মার শান্তিতে এক প্রার্থনাসভার আয়োজন করা হয়। এদিন শুরুতে DYFI আমতা থানার সামনে অবস্থান বিক্ষোভ করে। তাতে যোগ দেন আনিসের বাবা সালাম খানও।
এরপর তাঁরা আমতা থানার দিকে এগিয়ে যান। পুলিশের অভিযোগ, বাধা দিলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। তবে পুলিশের এমন আচরণের চূড়ান্ত নিন্দা করেন আনিসের বাবা সালাম খান।