এক নজরে

তালিবানদের বিরোধিতা করা উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন

By admin

August 17, 2021

কলকাতা ব্যুরো: আফগানিস্তানের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিজের নাম ঘোষণা করলেন উপ-রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ ৷ মঙ্গলবার ট্যুইটারে তিনি নিজেকে আফগানিস্তানের আইনসম্মত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন ৷ তাঁর দাবি, যেহেতু দেশের প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে গিয়েছেন, তাই আফগান সংবিধান অনুযায়ী তিনিই এখন দেশের কেয়ারটেকার প্রেসিডেন্ট ৷

উল্লেখ্য, এক সপ্তাহ আগেই প্রেসিডেন্ট আশরফ ঘানির নেতৃত্বে একটি বৈঠকে অংশ নেওয়ার পর আমরুল্লাহ দাবি করেছিলেন, তিনি দেশের সেনাবাহিনীকে নিয়ে গর্বিত এবং তালিবানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবরকম চেষ্টা করা হবে ৷ আমরুল্লাহ সালেহ এই ঘোষণা করলেও তা নিয়ে তালিবানদের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি ৷

অন্যদিকে, আফগানিস্তানের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে যে তালিবান নেতার নাম শোনা যাচ্ছে, সেই মোল্লা বরাদরও দোহা থেকে আফগানিস্তানের কান্দাহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর। তবে দেশের শাসন ভার হাতে নিয়েই নিজেদের রূপ দেখাতে শুরু করেছে তালিবানরা ৷ অভিযোগ, রাস্তায় সাধারণ ট্রাফিক নিয়ম ভঙ্গ করলেও মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিচ্ছে তালিবান যোদ্ধারা ৷