এক নজরে

অমরিন্দরের বার্তা

By admin

September 25, 2020

কলকাতা ব্যুরো: আজ কৃষক সংগঠনগুলির দেশ জুড়ে ডাকা বনধে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্য গুলিতে। ওই রাজ্যগুলিতে সেখানে বনধের সঙ্গেই কৃষক সংগঠনগুলির রাস্তায় নামবে মিছিল করে। সেখানে কোনমতে যাতে করোনা বিধি লংঘন না হয়, সে ব্যাপারে এখন উদ্বিগ্ন পাঞ্জাব সরকার।

মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এর অফিস জানিয়েছে, রাজ্য আইন শৃঙ্খলা যাতে কোনমতেই অবনতি না হয় সে দিকে নজর রাখতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি করোনার বিধি যেন মানা হয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।