কলকাতা ব্যুরো: আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড় তাউটের দাপটে যখন দেশের ছয় রাজ্যের ছন্নছাড়া অবস্থা, তখনই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর। যার জেরে গত বছর আম্পানের বছর পূর্তিতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং মায়ানমারে প্রবল প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা উসকে উঠেছে। আশঙ্কা যদি সত্যি হয় সে ক্ষেত্রে ২৩ মে থেকে বঙ্গোপসাগর উপকূলে বাংলা, উড়িষ্যা বড় রকমের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে পারে। তার আগে আগামী এক সপ্তাহ ধরে গরম বাড়ার আশঙ্কা রয়েছে এ রাজ্যে।


মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ মে নাগাদ নিম্নচাপ সৃষ্টি হতে পারে মায়ানমার লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। পরবর্তীতে নিম্নচাপ শক্তি বাড়াতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। এই নিম্ন চাপে আম্ফানের স্মৃতি ফিরবে? আম্ফানের বর্ষপূর্তিতে আবার দুর্যোগের মুখে পড়বে বাংলা! সেই আশংকাই এখন ঘুরছে করোনা বিদ্ধস্থ বাংলায়।
গত এক দশক আগে বর্ষার আগে, এই মে মাসেই আয়লার মুখোমুখি হয়েছিল বাংলা। তার ১১ বছর পর আরও শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান আছড়ে পড়ে বাংলায়। বহু মানুষের মৃত্যু, চরম অবব্যস্থা, দীর্ঘদিন বিদ্যুত্‍-হীন এলাকা– করোনা পরিস্থিতির মধ্যে ভয়াবহ দুর্যোগের সাক্ষী হয়েছিল বাংলা। এখন কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এমনিতেই বিপর্যস্ত দেশ। তার মধ্যে গুজরাটে আছড়ে পড়েছে চরম তীব্র ঘূর্ণিঝড় তাউটে। ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র। এই পরিস্থিতিতে নতুন করে নিম্নচাপ দুশ্চিন্তা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।


দিল্লিতে ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব, আবহবিদ মাধবন রাজীবন বলেছেন, “২৩ মে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা।” মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন,”নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আমরা নজর রাখছি। বৃহস্পতিবার নাগাদ আরও স্পষ্ট করে বলা যাবে।”

Share.
Leave A Reply

Exit mobile version