কলকাতা ব্যুরো: দুর্গাপুজোর বিসর্জনের দিনেই বিগ বিগ একটি ট্যুইটে ধরা পড়ে গেল গোটা বাংলা। গোটা কলকাতা। অমিতাভ বচ্চন টুইট করে কলকাতায় বিশেষ বিশেষ যে জায়গা গুলিকে মানুষ মনে রাখে, সেই শব্দগুলো উস্কে দিয়েছেন। সঙ্গে মা দুর্গার মুখ। অমিতাভ বচ্চনের টুইটে একটি দুর্গা প্রতিমার মুখ আঁকা রয়েছে। সেই মুখের মধ্যেই রয়েছে কলকাতার বা বাংলার যা যা বিশেষত্ব সেই জিনিস গুলো। কি রয়েছে দেবী দুর্গার সেই মুখের মধ্যে তা বলে দিয়েছেন স্বয়ং বচ্চন।
কলকাতা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, দুর্গাপূজা, ফুটবল ওর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান, মিষ্টি দই, ইলিশ ফিশ, নন্দন কালচারাল সেন্টার, দু হাড়ি রসগুল্লা, ট্রাম, রিক্সা, ফ্লাইওভার ও হলুদ ট্যাক্সি। ওই দূর্গা মূর্তির ছবির কোন অংশে এই জিনিস গুলি রয়েছে তাও দেখিয়ে দিয়েছেন তিনি।


অমিতাভ বচ্চন যখন অমিতাভ বচ্চন হয়ে ওঠেননি, তার বহু আগে তিনি এসেছিলেন এই কলকাতা শহরে ভাগ্য অন্বেষণে। ডালহৌসির সাওদা গরি অফিসে কাজ করতেন। কয়েক বছর কলকাতায় থাকার সুবাদে তিনি। আর পাঁচটা মানুষের মতোই চিনেছিলেন কলকাতাকে তার বিশেষত্বকে। এদিন তাই দেবী দুর্গার মূর্তি এবং তাতে কলকাতার বিশেষত্ব গুলি যে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং তা স্বয়ং বিগ বি টুইট করে দেওয়ায় তা অন্য মাত্রা পেয়েছে বলে মনে করছেন অমিতাভ বচ্চনের ফ্যানেরা।

Share.
Leave A Reply

Exit mobile version