এক নজরে

অজয় চক্রবর্তীর সঙ্গে কথা বলবেন অমিত শাহ, করবেন সাংবাদিক বৈঠকও

By admin

November 03, 2020

কলকাতা ব্যুরো: অমিত শাহের দুদিনের কলকাতা সফর নিয়ে এখন টানটান উত্তেজনা বিজেপির রাজ্যের শীর্ষ কর্তাদের মধ্যে। ৫ ও ৬ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই দলীয় সফরে রাজনৈতিক কর্মকাণ্ড যত বেশি থাকে সেই চেষ্টা করছেন নেতারা। যত বেশি বিভিন্ন বিষয়ে শাহ কে যুক্ত করা যায় সেই চেষ্টাই করছেন। এর আগে অমিত শাহের এই সফরে কোনরকম সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সুচি তালিকায় ছিল না।নতুন সূচি অনুযায়ী কলকাতায় তিনি ৪৫ মিনিট সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এর বাইরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সফরে রাজ্যের বিশিষ্ট দের সঙ্গে দেখা করতে পারেন। ইতিমধ্যেই রাজ্যের বিজেপি নেতারা পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলে প্রাথমিক প্রস্তুতি সেরে এসেছেন। অমিত শাহ পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে কিছুক্ষণের জন্য কথা বলবেন বলে জানা গিয়েছে।এদিন কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়ের মত নেতারা শাহের কলকাতায় সাংগঠনিক বৈঠক যে হলে অনুষ্ঠিত হবে সেখানে যান সল্টলেকের ই জেড সি সি হলে প্রায় ২০০ আসন রয়েছে দর্শকদের বসার জন্য. সেই হলে ভালো করে তারা ঘুরে দেখেন। পরে কৈলাশ বিজয় বর্গী অমিত শাহের দুদিনের সফরের সুচি নতুন করে জানিয়ে দেন।