কলকাতা ব্যুরো: আগামী সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় কাজে রাজ্য সফরে আসছেন। তার জন্য নিরাপত্তা নিয়ে এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে। রাজ্য পুলিশের তরফে প্রতিটি জেলাকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের জানিয়ে দেওয়া হয়েছে, জেড প্লাস নিরাপত্তার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর দিতে হবে। জেপি নাড্ডার কনভয় হামলার পর আর কোনো বিতর্কে যাতে পুলিশকে না জড়ানো যায়, তা নিশ্চিত করতে পরামর্শ দিয়েছেন বর্ষিয়ান পুলিশ কর্তারা।

এরইমধ্যে বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওয়াই প্লাস থেকে তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র। আবার এখনো তিনি তৃণমূলে থাকলেও শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর। তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

যদিও গোটা ঘটনায় নিজেদের ধোঁয়াশা জারি রেখেছে বিজেপি। এদিন অমিত শাহের নিরাপত্তা ও শুভেন্দু অধিকারীর নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে কৈলাশ বিজয়বর্গী এবং মুকুল রায়ের সঙ্গে কথা বলা হলেও তারা বিষয়টি নিয়ে একেবারেই মুখ খুলতে রাজি হননি। যদিও সূত্রের খবর শুভেন্দুর নিরাপত্তা বাড়ানো হচ্ছে। কারণ তার ওপর হামলার আশঙ্কা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version