এক নজরে

ক্ষুদিরাম যতটা বাংলার , ততটাই ভারতেরঃ অমিত শাহ

By admin

December 19, 2020

কলকাতা ব্যুরোঃ বাংলায় যাঁরা নিম্নমানের রাজনীতি করছেন , তাঁদের আমি বলব ক্ষুদিরাম যতটা বাংলার , ততটাই ভারতের । ক্ষুদিরামের জন্মভিটেয় মূর্তিতে মাল্যদানের পর এমনই বললেন অমিত শাহ।

তিনি আরও বলেন, ক্ষুদিরাম বসুর জন্মভিটেয় আসতে পেরে আমি ভাগ্যবান। স্বতন্ত্রতা সংগ্রামে বাঙালিদের অবদান ভারত কখনও ভুলতে পারবে না। আর ক্ষুদিরাম বসু এই পরম্পরার বাহক। পাশাপাশি তিনি পণ্ডিত রামপ্রসাদ বিসমিল , আসপাকুল্লা খান আর ঠাকুর রোশন সিং-এই তিন শহিদের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিম মেদিনীপুরে পৌঁছে ক্ষুদিরাম বসুর মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে সিদ্ধেশ্বরী মন্দিরের পুজো দেন এবং পরে বালিজুরিতে কৃষক সনাতন সিং-এর বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন।