কলকাতা ব্যুরো: কাল সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছেন অমিত শাহ। সেখানে মিনিট কুড়ি থাকবেন। পুজো দেওয়ার কথা তার। তার পরেই তিনি চলে যাবেন গলফ ক্লাব রো ডে সংগীতশিল্পী অজয় চক্রবর্তীর বাড়িতে। সেখানে গিয়ে তার সঙ্গে বৈঠক করবেন। প্রায় ৫০ মিনিট সময় সেখানে কাটানোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। এর পরেই বেলা সাড়ে ১১ টায় সল্টলেকের ই জেড সি সি হলে পৌঁছাবেন। দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক উপস্থিত থাকবেন তিনি পরবর্তী ঘন্টা দেড়েক।
দুপুরে মধ্যাহ্নভোজ খেতে যাবেন গৌরাঙ্গ নগর এক আন্তজ পরিবারের সঙ্গে। পরে তার সাংবাদিক বৈঠক করার কথা। তারপরে শাহ যাবেন সল্টলেকের হলে। সেখানে বেশকিছু সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা তার।

এর আগে বৃহস্পতিবার সারাদিন বাকুড়ায় সফর করে রাতেই কলকাতায় ফিরলেন অমিত শাহ। এদিন সকালে তিনি কলকাতা থেকে হেলিকপ্টারে বাঁকুড়া ঘুরে যান। কার্যত বুধবার রাতে দমদম বিমানবন্দরে নামার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর শহর থেকে জেলা গোটা সফর কাটলো হেলিকপ্টারে চেপেই।
সেখানে দলীয় নেতাদের সঙ্গে কথা বলার পরে দুপুরে এক আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন। বাঁকুড়া রবীন্দ্রভবনে সংগঠনের নেতাদের সঙ্গে আগামী বিধানসভা ভোটের কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা করেন।


যেভাবে অমিত শাহের এই সফরকে তৃণমূলের ফিরহাদ হাকিম থেকে সৌগত রায় রায় নাটক বলে অভিযোগ তুলেছিলেন, প্রায় একইভাবে অমিত শাহের আদিবাসী পরিবারের মধ্যাহ্নভোজকে নাটক বলে অভিযোগ করলেন সিপিএমের সুজন চক্রবর্তী। তার অভিযোগ, আদিবাসীরা বিজেপি সঙ্গে নেই, আর বিজেপিও নেই আদিবাসীদের সঙ্গে। তাই নাটক করে ভাত খেয়ে প্রমাণ করতে হচ্ছে বিজেপি তাদের সঙ্গে আছে।

Share.
Leave A Reply

Exit mobile version