এক নজরে

গান শোনা, মিছিল করে রুদ্ধদ্বার বৈঠক সেরে দিল্লি পারি অমিত শাহের

By admin

December 21, 2020

কলকাতা ব্যুরো: শান্তিনিকেতনে বিশ্বভারতীতে একটা বড় সময় কাটানোর পর এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলেন রতন কুটিরে বাউল গান শুনতে। বাউল শিল্পী নিজের একতারায় সুর বাধলেন। আর তাতে তাল দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। হাতে হাতে তাল তুললেন তার সঙ্গে থাকা পত্র মিত্ররা। যদিও সে তাল বেতাল হল কতটা তা নিয়েই নেটিজেনদের মধ্যে চলল রঙ্গ রসিকতা।

সেখানে খাওয়া-দাওয়া সেরে তিনি পৌঁছে গেলেন মিছিলে দীর্ঘ মিছিল দেখে তিনি বললেন, এমন রোড শো আগে দেখেনি। কাতারে কাতারে মানুষ ভিড় জমাল রাস্তার দুধারে। বাড়িগুলির মাথায় তিল ধারণের জায়গা নেই। সেই মিছিল শেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার পর চলে যান অন্ডালে। সেখান থেকেই বিশেষ বিমানে রাত আটটায় তার দিল্লি ফেরার কথা ছিল। কিন্তু রাত নটা পর্যন্ত সেই বিমানবন্দরেই কৈলাশ বিজয় বর্গী, দিলীপ ঘোষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দীর্ঘক্ষন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় সাড়ে ন’টা নাগাদ তার বিমান দিল্লির উদ্দেশ্যে উড়ে যায়।