কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার বাঁকুড়ায় অমিত শাহ পৌঁছতেই তুমুল উল্লাসে ভরে ওঠে রবীন্দ্র ভবন এলাকা। এখানে আজ বক্তব্য রাখবেন অমিত শাহ।

এর আগে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাংগঠনিক বৈঠক এর আগে তিনি জানিয়ে যান এবার তারাই সরকার করবেন। তার এই আগমন ঘিরে বিজেপি সমর্থকরা ঢাক ঢোল হরতাল ছৌ নাচ নানান দিক ও বাংলার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সামনে।

বিকেল পাঁচটা পর্যন্ত এই রবীন্দ্রভবনে জঙ্গলমহলের জেলাগুলির নেতাদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন অমিত শাহ।