এক নজরে

অজয় চক্রবর্তীর স্কুলে গান গেয়ে অভ্যর্থনা অমিত শাহকে

By admin

November 06, 2020

কলকাতা ব্যুরো: সংগীতশিল্পী অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়ে তার গানের স্কুল কিছুটা সময় কাটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে দক্ষিণ কলকাতায় যান তিনি। ওই সংগীতশিল্পীর বাড়িতে তার আগমন উপলক্ষে অজয় চক্রবর্তীর গানের স্কুল পড়ুয়ারা তাকে গান গেয়ে অভ্যর্থনা জানান।

এরপরে বেশ কিছুক্ষণ দুজনে কথা বলেন। প্রায় ৪৫ মিনিট সেখানে কাটিয়ে, অমিত শাহ এখন সল্টলেকে বিজেপির সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন। আর পণ্ডিত অজয় চক্রবর্তী বলেছেন, আমি একজন শিল্পী। একজন সম্মানীয় মন্ত্রী দেখা করতে এসেছেন। এর বাইরে আর কোনও কিছু নেই।