এক নজরে

জি এস টি নিয়ে আসরে অমিত

By admin

August 30, 2020

কলকাতা ব্যুরো: জিএসটি নিয়ে এবার বাংলার অর্থমন্ত্রী তোপ দাগলেন কেন্দ্রের বিরদ্ধে। রবিবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অমিত মিত্র বলেন, জিএসটি-র ক্ষতি পূরণের টাকা না মিটিয়ে রাজ্যকে ঋণ নেওয়ার নিদান দেওয়ায় হল কেন? রাজ্যের অর্থমন্ত্রী অভিয়োগ করেন, কেন্দ্র আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে কেন্দ্রীকরণের পথে হাঁটতে চাইছে।

কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জিএসটি নিয়ে কেন্দ্রের প্রস্তাব মানতে নারাজ বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। ক্ষতিপূরণ এড়াতে অ্যাটর্নি জেনারেলের মতামত লিখিতভাবে কেন জানানো হল না রাজ্যকে? রাজ্য সরকারগুলিরও মতামত কেন নেওয়া হল না, তা নিয়েও অর্থমন্ত্রী প্রশ্ন তোলেন।