এক নজরে

বিতর্কে জড়াল আমাজন প্রাইমেরর ওয়েব সিরিজ ‘তান্ডব’

By admin

January 18, 2021

কলকাতা ব্যুরো – ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হওয়ার পরই বিতর্কে জড়াল আমাজন প্রাইমেরর ওয়েব সিরিজ ‘তান্ডব’। এই ওয়েব সিরিজে হিন্দুদের ধর্মীয় ভাবাগেবে আঘাত করা হয়েছে, এমনই অভিযোগ তুললেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। ওয়েব সিরিজের অভিনেতা, প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআরও। হিন্দু দেবতা শিবকে অপমান করা হয়েছে এই ওয়েব সিরিজে। এমনটাই দাবি করেছেন মহারাষ্ট্রের ঘাটকোপারের বিধায়ক রাম কদম। ইতিমধ্যেই তান্ডবের অভিনেতা, প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। অন্যদিকে এই সিরিজের নির্মাতা সহ অ্যামাজন প্রাইম স্ট্রিমিং চ্যানেলের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে উত্তরপ্রদেশে।

তান্ডভ ওয়েব সিরিজের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ এনে ট্যুইটে রাম কদমের প্রশ্ন, কেন হিন্দু দেবদেবীদের নিয়ে উপহাস করা এখনকার ওয়েবসিরিজের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে? সম্প্রতি তান্ডভেও দেখা গিয়েছে তা। এভাবে হিন্দুদের আদর্শে আঘাত করা উচিত হয়নি বলেও জানিয়েছেন এই বিজেপি বিধায়ক। তবে এখানেও ক্ষান্ত হননি তিনি। তান্ডবের অভিনেতা, প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন তিনি।

অন্যদিকে এই সিরিজ বন্ধ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ মনোজ কোটাক। তার অভিযোগ, হিংসা, মাদক, ঘৃণার পাশাপাশি উদ্যাম যৌনতা দেখানো হয়েছে এই সিরিজে। সিরিজের প্রথম এপিসোডের একটি দৃশ্যে অপমান করা হয়েছে হিন্দু দেবতা শিবকে। যা নিয়ে কার্যত হুমকি দিয়েছেন তিনি। তাই সিরিজ শুরুর প্রথম থেকেই বিতর্কে জড়িয়েছে ‘তান্ডব’ ওয়েব সিরিজ।