এক নজরে

অ্যামাজনের বিষাক্ত ক্যাট ফিশ উড়িষ্যার ভদ্রকে

By admin

October 08, 2020

কলকাতা ব্যুরো: দক্ষিণ আমেরিকার অ্যামাজনের ক্যাটফিশ এর সন্ধান মিলল উড়িষ্যায়। উড়িষ্যা ভদ্রকে টানা বৃষ্টি এবং বন্যার মধ্যে এক মৎস্য জী বি রাস্তা থেকে কয়েকদিন আগে একটি অদ্ভুত মাছ খুঁজে পান। বৈতরনী নদীর ধারে পাওয়ার পর তিনি সেটিকে বাড়িতে নিয়ে গিয়ে সংগ্রহ করেন। মাছটির মুখ দেখতে অনেকটা বিড়ালের মত। কিন্তু এটি বিষাক্ত। গায়ে কাটা রয়েছে। কয়েকদিন আগেই বারাণসীতে গঙ্গাতে একই রকম দেখতে আরেকটি মাছ পাওয়া গিয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, মূলত অ্যামাজনে এই মাছ দেখতে পাওয়া যায়। বিষাক্ত এবং ক্ষতিকর বলে এই মাছ কেউ খায় না। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের মনে হচ্ছে, আবহাওয়া পরিবর্তনের ফলে কোনভাবে এই মাছ চলে এসেছে উড়িষ্যার সমুদ্র উপকূলে।

তবে এমন একটি মাছ সংগ্রহে রাখলে কোন ক্ষতি হবে কি না, তা নিয়ে অবশ্য নানা মুনির নানা মত।