কলকাতা ব্যুরো: বাঁকুড়া সফরে আজ শহর লাগোয়া আদিবাসী প্রধান গ্রাম চতুরডিহি গ্রামে এক আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনাকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব ওই গ্রামে। বিভীষণ হাসদা নামে এক বিজেপি কর্মীর বাড়িতে লাঞ্চ সারবেন শাহ। বিজেপির এই সর্বভারতীয় নেতাকে আমন্ত্রণ জানাতে কলা পাতায় ভাত, ডাল, পোস্ত ও চাটনি পরিবেশন করা হবে। কাল এক মতুয়া পরিবারেও খাবেন তিনি। ২০২১-র ভোটের আগে এটি বিজেপির আদিবাসী ও মাতুয়াদের মন জয়ের চেষ্টা বলে মনে করা হচ্ছে।
গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আদিবাসী, তফসিলি জাতি ও মাতুয়াদের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা জানান। ওই অংশের মানুষের জন্য তার সরকার কি কি করেছে, তাও বিস্তারিত ভাবে জানান তিনি।
২০১৯ -র ভোটে বিজেপির প্রতি অনেকটাই আস্থা দেখিয়েছে জঙ্গলমহল। সেই আস্থা অটুট রাখাই এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে হারানো জমি পুনরুদ্ধারই মমতার কাছে বড় চ্যালেঞ্জ। সেই লক্ষেই ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে তৃনমূল ও গেরুয়া দুই শিবিরই।