কলকাতা ব্যুরো: হাতরাসের ঘটনায় উদ্বিগ্ন এলাহাবাদ হাইকোর্ট। এবিষয়ে স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করেছে আদালত। ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট উত্তরপ্রদেশ সরকারকে জমা দিতে বলেছে এলাহাবাদ হাই কোর্টের লখনৌ বেঞ্চ। ১২ অক্টোবরের মধ্যে রিপোর্ট দিতে হবে এডিজি সহ শীর্ষ আধিকারিকদের। জেলাশাসক ও পুলিশ সুপারের বয়ানও জানতে চাওয়া হয়েছে।হাতরাসের ঘটনা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহল এবং সোশ্যাল মিডিয়ায়। ঘটনার তদন্তে ৩ সদস্যের সিট গঠন করেছে যোগী আদিত্যানাথের সরকার। সাতদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা সিটের। যদিও হাতরাসে কোনো ধর্ষণ ঘটেনি বলে দাবি করেছেন উত্তরপ্রদেশের এডিজি। তিনি বলেন, নির্যাতিতার জিভ ও কাটা হয়নি। ময়নাতদন্তের রিপোর্টেও ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। সাম্প্রদায়িকতা ও হিংসা ছড়াতেই এই প্রচার চালানো হচ্ছে। মিডিয়াকে ভুল বোঝানো হচ্ছে। যদিও ওই নির্যাতিতার বাড়ি গিয়ে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মৃতা ওই তরুণীর বাবাকে বলা হয়েছে, আর এগোলে ক্ষতিপূরণের টাকা মিলবে না। এমনই অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।এদিকে হাতরাসের পর আজমগড়, বুলন্দশহর, বারোহিতেও ধর্ষণের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশে।