কলকাতা ব্যুরো: জাব তক বাজার মে রাহেগা আলু, তব তক বিহার মে রহেগা লালু…… দুই দশক আগেও এমনই চোখা চোখা আর রসের বাক্যবাণে গোটা দেশের নজর কাড়তেন যিনি, তিনি এখন জেলখানার মধ্যে। অসুস্থ এক বৃদ্ধ। অথচ বিহারের নির্বাচন হচ্ছে কিন্তু লালুপ্রসাদ নেই এই বিষয়টা গত ভোটের আগে পর্যন্ত বাবা যেতো না। কিন্তু এখন তাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু এবার ভোটের সমীক্ষা বলছে, আবার ঘুরে আসতে পারে যাদব বংশ বিহারের ক্ষমতায়।আজ বিহারে ২৪৩ বিধানসভার ভোটের ফল প্রকাশ হবে। ম্যাজিক ফিগার ১২২। বিভিন্ন সমীক্ষায় অবশ্য নিতিশ কুমার আর বিজেপির জোটকে কিছুটা পিছিয়ে রাখা হয়েছে। সে দিক দিয়ে এবার তেজস্বী যাদব এগিয়ে ভোট সমীক্ষায়। ফলে শেষ পর্যন্ত কে বিহারে সরকার গড়বেন তা বোঝা যাবে দিনের শেষে।যদিও কোন কোন সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আর তাতেই উঠে আসছে আরও এক নব্য যুবকের নাম। চিরাগ পসোয়ান। এবার বিধানসভার নির্বাচনে ডার্ক হর্স হতে যাচ্ছেন কিনা তাও বোঝা যাবে দিন পেরোলেই। যদিও গত বিধানসভায় এ লজেপি মাত্র দুটি আসন জিতেছিল। কিন্তু এবার ভোট প্রচার এর শেষ মুহূর্তে যে ভাবে দাপিয়ে প্রচার করেছিলেন, তাতে এবার ত্রিশঙ্কু বিধানসভা হলে তার দল বড় ভূমিকা নিতে পারে। নীতীশ কুমারের সঙ্গে বনিবনা না যাওয়ায়, ভোটের আগে এন ডি এর সঙ্গ ছাড়লে ও এলযেপির এই নব্য নেতা বিজেপির হয়ে এতদিন প্রচারে গলা ফাটিয়েছেন।কিন্তু যেহেতু বিজেপি আগাম জানিয়ে রেখেছে এন ডি এ ক্ষমতায় এলে নিতিশ কুমার হবেন মুখ্যমন্ত্রী। তাই শেষ বাজারে ত্রিশঙ্কু বিধানসভা হলে চিরাগ জাদবদের দিকে ঝুঁকে পড়তে পারেন বলেও মনে করছেন অনেকে।অনেক রকম অংকের হিসেব মেলাতে একইসঙ্গে আদপেই চতুর্থবার পাটলিপুত্রের নীতীশ কুমারের হাতে আসে কিনা দেখতে, সারাদিন আজ দেশের নজর থাকবে টিভি আর মোবাইল এর নিউজ নোটিফিকেশনে।