কলকাতা ব্যুরো: বিশেষজ্ঞদের বক্তব্য, দেশে করোনা সংক্রমণের প্রথম ওয়েভটা শিখরে পৌঁছে এখন ক্রমশ নিম্নমুখী। ৫০ হাজারের নীচে চলে গিয়েছে কয়েকদিন হল। রাজ্যে কিন্তু ছবিটা ভিন্ন। বাংলায় সংক্রমণ নিম্নমুখী হওয়ার কোন ইঙ্গিত এখনও পর্যন্ত নেই।
এর মধ্যে কালীপুজো, দেওয়ালির বিপদ সম্পর্কে সতর্ক করছেন চিকিৎসকরা। আবার সোমবারই লোকাল ট্রেন চলার সম্ভাবনা স্পষ্ট হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে ৭ বা ৮ নভেম্বর থেকে লোকাল ট্রেন চালু হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গে। এতে যে সংক্রমণ কিছুটা হলেও পারবে, তা সোজাসুজি বলে দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও অর্থনৈতিক কারণে এখন লোকাল ট্রেন না চালিয়ে উপায় নেই সরকারের সামনে।
ফলে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা যথেষ্ট উদ্বিগ্ন। করোনা পরিস্থিতিতে স্থিতাবস্থাই চলছে বলা যায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯৫৭, সংক্রমণ মুক্তের সংখ্যা ৪,০৮৫, মৃত্যু হয়েছে ৫৭ জনের। কলকাতা, উত্তর ২৪ পরগনাতেও পরিস্থিতি প্রায় অপরিবর্তিত।
এই ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮৮২ জন, সুস্থ হয়েছেন ৮২৩ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। উত্তর ২৪ পরগনায় এই তিন পরিসংখ্যান যথাক্রমে ৮৭৬, ৮৩০ ও ১৩। হাওড়ায় এই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের, দক্ষিণ ২৪ পরগনায় ৪, পশ্চিম বর্ধমানে ৩, নদিয়ায় ৩, পশ্চিম মেদিনীপুরে ২, পূর্ব বর্ধমানে ২, হুগলিতে ২ ও পুরুলিয়ায় ১ জনের। সোমবারের পরিসংখ্যানে রাজ্যে এদিন অ্যাক্টিভ পজিটিভ ছিল ৩৬,৫৭৬ জন।
সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে ৮৮.৫৯। গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট হয়েছে ৪৩,২৩৭ জনের। রাজ্যে সোমবার পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৪৬,৪৪,১২৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩,৮১,৬০৮, মোট করোনামুক্ত ৩,৩৮,০৭৫ এবং মৃতের মোট সংখ্যা ৬,৯৫৭।

Share.
Leave A Reply

Exit mobile version