কলকাতা ব্যুরো: তৃণমূলে আসুন। কি পদ চান বলুন? যা শর্ত দেবেন তাই মানবো। গত কয়েক মাস ধরে এভাবেই বিভিন্ন বাম নেতাদের কাছে না কি তৃণমূলে যোগ দেওয়ার আবদার নিয়ে যাচ্ছিলেন প্রশান্ত কিশোর ও তার লোকজন।

সম্প্রতি বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাসের কাছেও এমনই আবেদন গিয়েছিল বলে খবর ছড়ায়। যদিও এতদিন বিভিন্ন বিরোধীদলের নেতাদের কাছে পিকের এই তৃণমূলে যোগ নিয়ে আবেদনের পাল্টা কোন বক্তব্য পাওয়া যায়নি পিকের এর তরফ থেকে।

যদিও এবারে কিন্তু একেবারেই সেয়ানে সেয়ানে।একদিকে ফরওয়ার্ড ব্লক বিধায়ক বলছেন, তার সঙ্গে দেখা করে পিকে তৃণমূলে যোগ দিলে মন্ত্রী করার টোপ দিয়েছেন। আর তার পাল্টা পিকের সংস্থার দাবি, ওই ফরওয়ার্ড ব্লক বিধায়ক নিজেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য একাধিকবার কথা বলেছিলেন। ফরওয়ার্ড ব্লকের বিধায়ক হাফিজ আলম সৈরানির ভাইপো আলি ইমরান রমজের কাছেও না কি গিয়েছিলেন কনসালট্যান্ট পিকে।

যদিও আলি ইমরানের এই দাবিকে খারিজ করে দিয়েছে পিকের সংস্থা আইপ্যাক। তাদের পাল্টা দাবি, আলি ইমরান নিজেই এর আগে অন্তত তিনবার তৃণমূলে যোগদান এর জন্য কথা বলেছিলেন। তার মধ্যে অন্তত দুবার তার সঙ্গে ছিলেন স্ত্রীও। আলি ইমরানের শর্ত না মানায় তিনি তৃণমূলে যোগ দিতে না পেরে এখন পিকের নাম করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ ওর সংস্থার। রমজান আলীর ছেলে ও চাকুলিয়ার বিধায়ক নিজেই দাবি করলেন কি কথা হয়েছে তার সঙ্গে।

কিভাবে কথা হয়েছে পিকের সঙ্গে শুনুন তার মুখ থেকেই।

Share.
Leave A Reply

Exit mobile version