এক নজরে

Alec Baldwin: নকল বন্দুক থেকে চললো আসল গুলি! মৃত ১

By admin

October 22, 2021

কলকাতা ব্যুরো: সিনেমার শ্যুটিং চলাকালীন বড়সড় দুর্ঘটনা। অভিনেতার হাতে থাকা প্রপ গান থেকে ছোড়া গুলিতে মৃত্যু হল এক মহিলার। আমেরিকার স্যান্টা ফে-র বাইরে নিউ মেক্সিকোতে শ্যুটিং চলছিল জনপ্রিয় মার্কিন অভিনেতা অ্যালেক বল্ডউইন প্রযোজিত ‘রাস্ট’ সিনেমার। সেখানে অভিনেতার হাতে থাকা প্রপ গান থেকে গুলি বেরিয়ে মৃত্যু হয়েছে সেটে উপস্থিত মহিলা সিনেমাটোগ্রাফার হালিনা হাচিনসের। জখম হয়েছেন সিনেমার পরিচালক জোয়েল সুজা। আকস্মিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ হলিউড অভিনেতা। ‘প্রপ গান’ বিশেষ ধরনের বন্দুক, যা সিনেমায় ব্যবহৃত হয়। এতে কোনও ক্ষতি হয় না এবং এটি ব্যবহারের নির্দিষ্ট নিয়মকানুন আছে।

স্যান্টা ফে-র কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, নিউ মেক্সিকোর ওই মুভিসেটে অভিনেতা অ্যালেক বল্ডউইন প্রযোজিত এবং অভিনীত ‘রাস্ট’ সিনেমার শুটিং চলছিল। ২ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে একটি বিবৃতিতে বলা হয়েছে, “শেরিফের অফিস নিশ্চিত করে জানাচ্ছে যে, রাস্ট-এর সেটে দু’জনকে গুলি করা হয়েছে। ৬৮ বছর বয়সী প্রযোজক ও অভিনেতা অ্যালেক বল্ডউইনের প্রপ ফায়ারআর্ম থেকে ছোড়া গুলিতে ফোটোগ্রাফি ডিরেক্টর হালিনা হাচিনস (৪২) মারা গিয়েছেন এবং পরিচালক জোয়েল সুজা জখম হয়েছেন।

সিনেমাটোগ্রাফার হাচিনসকে নিউ মেক্সিকো হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহত পরিচালক সুজা অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ স্বাভাবিক ভাবেই এমন মর্মান্তিক ঘটনায় শ্যুটিং বন্ধ রয়েছে ৷ অভিনেতা বল্ডউইনের মুখপাত্র জানিয়েছেন, এটা একটা দুর্ঘটনা মাত্র। প্রপ গানটা খালি ছিল।

স্থানীয় সংবামাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, শেরিফের অফিসের বাইরে বসে অঝোরে কাঁদছিলেন অভিনেতা বল্ডউইন। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বিফল হয়েছে। শেরিফের মুখপাত্র জুয়ান রায়স জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই দৃশ্যে প্রপ ফায়ারআর্ম ব্যবহার করার কথা ছিল। সেই সময় কোনও রকমে গুলি বেরিয়ে এই কাণ্ড হয়েছে। তিনি বলেন, গোয়েন্দারা এর তদন্ত করছে৷ অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু গ্রেফতার করা হয়নি, জানিয়েছে শেরিফের অফিস।