কলকাতা ব্যুরো: রাজ্য পুলিশের ডি জির বিমানে বেজে উঠলো বিপদ ঘন্টায়। পরিস্থিতি বেগতিক বুঝে বাগডোগরা গামী বিমানকে আকাশ থেকে নামিয়ে আনা হল দমদম বিমানবন্দরে। দ্রুত সেই বিমান থেকে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ সহ ৫৯ যাত্রীকে নামিয়ে আনা হয়।এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ বিমানটি দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে যাত্রা করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন। তার সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার জন্যই রাজ্য পুলিশের দুই শীর্ষ কর্তা এদিন ওই বিমানে কলকাতা থেকে উঠেছিলেন। বিমান মাঝ আকাশে পৌঁছনোর মধ্যেই হঠাৎ ককপিটে ফায়ার এলার্ম বেজে ওঠে। সঙ্গে সঙ্গে পাইলট যোগাযোগ করেন দমদম বিমানবন্দরে। পরিস্থিতি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মনে করে দ্রুত বিমানটিকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। পরে ওই বিমানের যাত্রীদের অন্য বিমানে করে বাগডোগরা পাঠানো হয়। যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ পরে করা হয়।