এক নজরে

Alapan Bandyopadhyay: আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি

By admin

November 09, 2021

কলকাতা ব্যুরো: আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনায় এক চিকিৎসক সহ তিনজনকে গ্রেফতার করলো হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডঃ অরিন্দম সেন নামে এই চিকিৎসককে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

একইসঙ্গে ওই হুমকি চিঠি টাইপ করায় বিজয় কুমার কয়াল নামে এক টাইপিস্ট এবং ডঃ সেনের গাড়ি চালক রমেশ সাউকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবারই আদালতে পেশ করা হবে।

তবে কী কারণে প্রাক্তন মুখ্যসচিবকে হুমকি জানতে মূল অভিযুক্ত অরিন্দম সেন সহ তিনজনকেই জেরা করছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, মূল অভিযুক্ত চিকিৎসক অরিন্দম সেন এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন লোককে হুমকি চিঠি দিয়েছেন। পুলিশের অনুমান, তিনি কোনও মানসিক সমস্যায় ভুগছেন। 

গত ২৬ অক্টোবর রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়। চিঠিটি তাঁর স্ত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে পাঠানো হয়। স্পিডপোস্টে পাঠানো ওই চিঠিতে হুমকি দিয়ে লেখা হয়েছিল, তাঁর স্বামী অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুন করা হবে। কেউ তাঁকে বাঁচাতে পারবে না। দু’লাইনের ওই চিঠির শেষে প্রেরকের জায়গায় এক ব্যক্তির নামও লেখা ছিল। আবার প্রযত্নে রাজাবাজার সায়েন্স কলেজের এক অধ্যাপকের নাম-ঠিকানাও দেওয়া হয়। 

কিন্তু, তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ব্যক্তি কোনওভাবেই এই চিঠির সঙ্গে যুক্ত নন। পুলিশকে বিভ্রান্ত করতেই ওই অধ্যাপকের নাম দেওয়া হয়েছিল।