এক নজরে

দায়িত্ব নিলেন নতুন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

By admin

September 30, 2020

কলকাতা ব্যুরো: বুধবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিলেন আলাপন বন্দোপাধ্যায়। বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা তার হাতে দায়িত্বভার তুলে দেন। এদিনই নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন হরি কৃষ্ণ দ্বিবেদী। তিনি এতদিন রাজ্যের অর্থ সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন।

আলাপন বন্দ্যোপাধ্যায় আগামী বছর মে মাসে চাকরি থেকে অবসর নেবেন। বর্তমান স্বরাষ্ট্রসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ২০২৩ সালের জুন মাসে অবসর নেবেন। বর্তমানে নতুন অর্থ সচিব হলেন মনোজ পন্থ। ১৯৯১ সালের এই আইএএস অফিসার পন্থ ২০২৫ সালের জুন মাসে অবসর নেবেন।