কলকাতা ব্যুরো: কোন চমক ছাড়াই আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিয়োগ করলো সরকার। একইসঙ্গে অর্থ সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ করা হল। আর বর্ষিয়ান আইএএস অফিসার মনোজ পন্থকে পাঠানো হল অর্থ দপ্তরের সচিব হিসেবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই কথা ঘোষণা করেন। সোমবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যা থেকে সরকারিভাবে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবের দায়িত্ব নেবেন। স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব নেবেন দ্বীবেদি। আবার মনোজ পন্থ অর্থের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। রাজীব সিনহা ৩০ সেপ্টেম্বর তার কর্মজীবন শেষ করছেন।
১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় গতবছর ২৭ মে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব নিয়েছিলেন এবার তিনি হলেন রাজ্যের মুখ্য সচিব।